সমস্ত পৃথিবী জুড়ে চিতা জ্বলছে
সে চিতায় হাজার হাজার মরদেহ পুড়ছে
প্রতি মুহূর্তে প্রতি মিনিটে;
লক্ষ লক্ষ লোক ক্ষুধার জ্বালায় জ্বলছে
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরছে।
খাদ্যের সন্ধানে তারা যুদ্ধ করে মরছে
চিতা জ্বলছে চিতা জ্বলছে
মানুষের পেটের আগুন সর্বব্যাপী
হয়ে পৃথিবী জ্বালাচ্ছে।
তাই লোক দু ভাগে বিভক্ত হয়েছে
ধনীর ঘরে আহার উদবৃত্ত হচ্ছে
গরীবেরা বাঁচার লড়াই লড়ছে।
আহারের অভাবে লোকে
কুকুরের সাথে ডাস্টবিন থেকে
খাবার কুড়িয়ে খাচ্ছে।
শরীরের ক্ষুধায় মেতে আছে বিশ্ব
খুন ধর্ষণ নিত্য দিনের শ্রাব্য
তবু আশায় বে়ঁধে আছি বুক
হয়তো কোনো দিন শোধরাবে এসব দুখ।
মানুষের জন্য মানবিক আইন নাই
আদালতে গরীবের আইন নাই
শুধু নৈরাজ্যবাদ পৃথিবী ছেয়ে গেছে
আশার স্বপ্ন দেখাবার কেউ নাই।