সমস্ত পৃথিবী জুড়ে ক্ষুধার
আগুন জ্বলছে
সে ক্ষুধা জঠর জ্বালায়
দাউ দাউ করে জ্বলছে।
এ ক্ষুধা মিটবার নয়
ডাস্টবিন থেকে খাবার তুলে
কত মানুষ প্রাণ বাঁচায়।
জ্বলছে পৃথিবী এ আগুনে জ্বলছে
মানুষ তারই জন্য কার্যক্রম খুঁজছে
ভিক্ষে করলে পেট ভরে না
তাই হিংস্রতার দিকে ঝুঁকছে।
দেশে দেশে যুদ্ধ চলছে
মানুষ ভয়ংকর হয়ে উঠছে
ঘর নাই বাড়ি নাই
শুধু রণক্ষেত্রে পড়ে আছে।
ক্ষুধা ওদের হিংস্র করেছে
জয় করবার নেশায় পেয়েছে
সেই জয়ের আশায়
কত লাশ পড়েছে।
ওই ক্ষুধা ছড়িয়ে গেল পুড়িয়ে দিল
দিকে দিকে হাহাকার উঠল
মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেল।
সমস্ত পৃথিবী যেন চিতা হয়ে আছে
শবেরা সব মৃত্যুকবলিত প্রাণ
পৃথিবীতে যেন চিতাবহ্নিমান।