তোমায় চিনিনি আমি
কোনো দিন ;
দেখেছি তোমায় নিরালায়
ময়ূরের পেখম তোলা
মনের জানালায় ;
কিন্তু এসব ছিল ভুল
আর ভুলব না কোনো দিন।
তোমার কথায় তোমার গানে
মধূ ছিল ;
সে গানের সুরে সুরে
মন দোদুল দোলায় দুলছিল
জীবনের কোনায় কোনায়
ফুল ফুটেছিল।
আনন্দে মাতোয়ারা আমি
সুরের নেশায় মাতাল হলাম ;
সে গানের পরতে পরতে
মুক্ত ঝরতে দেখলাম।
এমনি করেই কাটছিল সময়
মুগ্ধ হয়ে উতলা হয়ে
একদিন সে মুগ্ধতার শেষ হল
যখন বুঝলাম তোমার
শুধু উচ্চাকাঙ্ক্ষা ছিল
এগিয়ে যাবার প্রেরণা ছিল
মার্মিক ধন ছিল না।
তোমার উচ্চাকাঙ্ক্ষার
প্রশংসা করলাম
অনেক দিন পর বিদায় জানালাম।