আজও আমি সূর্যের মতো
একেবারে একেলা;
আমার আকর্ষণে
পৃথিবীর মতো অনেক তারা ঘোরে
আমি তাদের স্পর্শ করি না।
আমি এক জ্বলন্ত পিণ্ড
আমার দুঃখের নাই অন্ত
তোমার প্রেমিকা
তোমায় ভালোবাসা দেয় অফুরন্ত।
আমার কেউ নেই
কাকে ভালোবাসি বলত?
তাই হয়েছি আমি অগ্নি
কি ভালোবাসি জানিনা
চিরকাল বয়েছি আমি বহ্নি।
ভালোবেসো না
এসো না আমার কাছে
আগ্নেয়গিরির হৃদপিণ্ড আছে
জ্বলন্ত লাভা আছে সঙ্গে।
কেউ ভালোবাসে না আমায়
কখনও ভালোবাসবে না,
দাবাগ্নি জ্বলে যাবে
এ আগুন নিভবে না।
তারপর একদিন পুড়ে পুড়ে
ছাই হয়ে যাব
কেউই সে কথা জানবে না ;
মরণ যদি বোঝে সে ব্যথা
তার মর্ম সে কি বুঝবে না?