চার দেয়ালের মধ্যে থাকি
বিশ্বের কথা জানিনা ;
সূর্য ওঠার দৃশ্য আমি
দেখতে পাই না।
যখন বৃষ্টি পরে টাপুর টুপুর
বিশ্ব ভরা বান,;
আমি থাকি আপন মনে
ঘরের জলে স্নান।
চার দেয়ালে বন্দী আমি
সূর্যাস্ত দেখতে পাই না।
সন্ধ্যেবেলায় খিড়কি খুললে
চাঁদের আলো দেখা যায় ;
মিষ্টি আলো ছড়িয়ে দিয়ে
মন ভরিয়ে দেয়।
তারপর সেই মিষ্টি রাতে
চাঁদের আলোতে ;
পৃথিবীর সৌন্দর্য দেখে
নিবিড় নিদ্রা যাই।