চলেছি শিখর পানে
বাধা নিষেধ অমান্য করে
যাব হিমাদ্রি পার করে।
চলেছি একেলা আলো নেই সাথে
এবড়ো খেবড়ো পথে,
কাঁটায় কাঁটায় ভরা ঐ রাস্তায়
কিছু কি মনের মতো হয়
তবুও চলেছি চলেছি
অজানা বিপদসঙ্কুল পথে
ঈশ্বরের নির্দেশ আছে সাথে।
জানিনা কতটুকু জীবন
আছে বাকী
সেই চিন্তায় উদ্বেগে থাকি
উদ্দেশ্য পূরণ হবে কি।
মরণ আছে খানিক দূরে
চঞ্চল জীবনের প্রতিটি মোড়ে।
জীবনের ঘণ্টাগুলো হোক
উৎসবে ভরা
সেগুলো যেন হয় দুঃখ কষ্ট ভোলা।
নাচবে জীবন দোদুল দোলায়
সুরে সুরে যেন সুরেলা পাখি
গান গেয়ে যায়।
জীবনটাকে উপভোগ করে
জীবন যেন যায় ;
এখন চলেছি মরণ নদীর তীরে
চলেছি একলা লক্ষ্য পূরণের তরে।