চার দেয়ালে বদ্ধ আমি
কেন্দ্রের মাঝে থাকি;
রক্ত মাংসে গড়া শরীর
আর কিছু নয় বাকি।
শরীরের খা়ঁচায় থাকি আমি
জানেন শুধু হৃদয় স্বামী;
বিজ্ঞানীদের জ্ঞান পৌছায় না
আমি তারে বহন করি
চিরকাল দিবস যামি।
শরীরের ব্যথা বেদনা
আমাকে স্পর্শ করে না।
নিত্য নবীন সৌরভে
আমি থাকি গৌরবে
কেউ জীবন খুঁজে পাবে না
এ ত বিজ্ঞানীদের বিড়ম্বনা।
আমি যখন ভ্রমণ করি
শরীর পড়ে রয়
রোগ শোক ছোঁয় না আমায়
শরীর ভোগে তায়।
মরণ এসে শরীর বদলায়
আমি অন্য শরীরে যাই।
এমনি করেই চলছি আমি
যুগ যুগান্তর ধরে
কত নদী পর্বত লোকালয় পার করে।
মোক্ষ খুঁজে পাইনি আমি
তাই চলার শেষ হয়নি।