সে ত এক অজানা পথ
এসেছে শূণ্য হতে ;
যাবে কোন নিরুদ্দেশে
কেউ ত জানে না।
উঁচু নীচু পাহাড়ি পথে
জীবনের মরুপথে;
মরূদ্যান পাব কি না
সেও ত অজানা।
তবুও যেতে হবে
কত গ্রহপথ পার হয়ে ;
আগ্নেয়গিরির লাভা ছুঁয়ে
আত্মার আত্মস্থ হয়ে
নব জন্মের আস্বাদ পেয়ে
তবুও চলার শেষ হবে না।