অনেক দূরে চলা লক্ষ্য আমার
কিছুটা চলতে পেরেছি;
পথ এখনো অনেক বাকি
দ্রুত পায়ে চলেছি।
চলতে চলতে কখনো
পিছলে পড়েছি
এমনি করে কত বাধা বিপত্তির
সামনা করেছি;
পিছন পানে তাকিয়ে দেখি
গভীর খাদ সামনে পাহাড় এ কি!
সামনে চলেছি কতবার পড়ে গেছি
আবার উঠে নতুনকরে  চলেছি।
লক্ষ্য পূরন করবার চিন্তায়
সমানে এগিয়ে গেছি;
দূর হতে আমার লক্ষ্য
আমায় ডাকতে থাকবে
তার‌ই সন্ধানে চলেছি।
হয়তো কখনো পৌঁছে যাবো ঐ চূড়ায়
জীবন তখন মিলে যাবে পরমাত্মায়।