আমি চলেছি চলেছি আকাশ পথে
বায়ুর মতন তরঙ্গে তরঙ্গে;
গ্রহ হতে গ্রহান্তরে চলেছি
হঠাৎ একদিন এখানে এসে থেমেছি।
মায়ায় বদ্ধ হয়ে
মানবের অবয়ব নিয়ে
পৃথিবীতে থেকেছি ;
জীবন প্রবাহ সাথে
চলতে চলতে
কর্মের নির্দেশ পেয়েছি।
বিবেক বুদ্ধি সঙ্গ দিয়েছে
তাই পথের হদিশ পেয়েছি ;
কর্ম নিয়ে চলতে চলতে
কখনও হোঁচট খেয়েছি
তবুও চলেছি।
এ চলার অন্ত নাই
নির্দেশ কে দেয় জানা নাই ;
জানি চলাই আমার ধর্ম
সে ধর্ম থেকে বিচ্যুত
হওয়া যায় না।
ক্ষণে ক্ষণে নির্দেশ আসে
চলার অগ্রগতি কম হয় না।