কখনও হেরে যাওয়া
কখনও বা জেতা
এই নিয়ে জীবন চলছে ;
জীবন কখনও থেমে থাকে না
জয় পরাজয় চক্রের মতো ঘোরে।
আজ যে হেরে গেছে
মুষড়ে পড়ে আছে ভয়ে আতঙ্কে;
নতুন উদ্যমে তাকে এগোতে হবে
ফল পাবে সাথে সাথে।
জীবন উদ্যমীদের ঠকায় না
কিছু ফলপ্রাপ্তি নিশ্চয়ই হবে ;
তাই ওঠো জাগো সাহস ভরে
লক্ষ্য পূরণে উদ্যম করে।
হতাশ হয়ে আপন আত্মার
অপমান কর না ;
ভয়ে সব ছেড়ে বসে থেকো না।
রাত্রির পরে দিন আসে
আঁধার চিরকালের নয়;
মানবে না আঁধারের শাসন
এসো বিরোধীর ভূমিকায়।