রাক্ষসী মায়ায় ভরে গেছে চারিদিক
কালো মেঘে সূর্যের আলো প্রবেশ পায় না,
দিগ ভ্রষ্ট হয়েছে মানব সমাজ
দুষ্ট চক্র সত্যকে জানতে দেয় না।
হিংসা দ্বেষ আর মিথ্যা আশ্বাসন
লোক ভুলিয়ে করে আস্ফালন
যুদ্ধের জিগির তুলে
করতে চায় আপন স্বার্থ সাধন।
ভুলো না মানব ভুলো না রে মন
নিজ স্বার্থে করে ওরা রক্ত ক্ষরণ,
সে রক্ত প্লাবনে সাধারণ মানুষ
বাঁচবে না,
দেশ ও দশের ক্ষতি হবে প্রচুর
এ কথা ভুলো না।
এবার সত্যের আলোকে
সবে আলোকিত হোক,
ভ্রাতৃত্ব বন্ধন অটুট হোক
দেশে শান্তি আসুক
দেশ অগ্রগতির রাস্তায় চলুক।