গভীর রাতে শুনলাম মোরা
গম্ভীর এক ধ্বনি
ভাবলাম তখন সেই রাতে
মেঘের গরজনি।
কাঁপল সবার ঘরবাড়ি
কাঁপল পৃথ্বী থরহরি
প্রাণ নিয়ে বাচঁতে হবে
তাই তো ভয়ে মরি।
সরকারের লোক বলল হেঁকে
"আর কোরো না দেরি
মৃত্যু দুত সামনে এসেছে
এসো তড়িঘড়ি।"
আগ্নেয়গিরি জেগে উঠেছে
ধুলোর ঝড় পৃথ্বী ছেয়েছে;
বক্ষ 'পরে দু হাত চেপে
আমরা ঈশ্বরে ডেকেছি
বলল সরকারের লোক
"আর কোরো না দেরি "!
তাড়াতাড়ি পালিয়ে এলাম
নিরাপদ আশ্রয়ে;
বলল লোকে কানে কানে
এসব সরকারের চাল সবাই জানে।