ব্যথায় ভরে আছে পৃথিবী
সন্তান তার সুখী নয়
বিধির বিধানে তারা দুঃখী।
একই মাতার ক্রোড়ে জন্ম তাদের
কেউ গরীব কেউ ধনী
কেউ অর্থ আহরণ করে
মানুষকে ঠকিয়ে
আরাধ্য তাদের দুর্নীতি।
সবল হয়ে যখন
দুর্বলেরে শোষণ করে
মানবাত্মা দুঃখ পায়;
পৃথিবী মাতা ক্রন্দন করে
কে তাহারে সামলায়।
তাই ব্যথায় ছেয়েছে বিশ্ব
তাই ব্যথায় ছেয়েছে বিশ্ব
ভাই ভাইয়ের রক্ত শোষণ করে
করেছে অনেক বিত্ত।
তারা শোনে না মানুষের হাহাকার
বোঝে না আবাল বৃদ্ধ
বণিতার অভিশাপ;
শুধু রঙিন জীবন বিলাস ব্যসন
তাদের অভিলাষ।
তাই ধরিত্রীমাতা চিন্তিত ব্যথিত
বন্ধ হয় না লুটতরাজ।