ব্যথা যখন এলো আমার মনে
কেউ তা জানল না কেউ বুঝল না
মনের কথা থাকবে আমার মনে।
তবু গান গেয়ে যাই
সুর সেধে যাই আপন মনে
জানি লোকে যদি প্রশংসা করে
আমার মনের নাগাল পাবে না ;
যে ব্যথা আছে হৃদয় জুড়ে
সে ত কেউ বুঝবে না।
জীবন চলে ব্যথার দোলায়
পরিপূর্ণতা পায় না
তাই ঐ ব্যথায় যদি ভালোবাসি
সে ত নেবে না।
ব্যথা ব্যথা থাকে জীবন জুড়ে
ব্যথা ছাড়া কিছু চলে না
ব্যথা আমাদের উচ্চাশার সাথী
ব্যথার জীবন চালায় উদ্যমী
ব্যথার বলে উদ্যোগ চলে
সন্তুষ্টি কভু হয় না।