ব্যর্থ!ব্যর্থ!ব্যর্থ!
ব্যর্থ আমাদের মনুষ্যত্ব
ব্যর্থ এই গণতন্ত্র
সবার মনে
সবাকার সনে
ব্যর্থতার কথা বলতে
পারি না।
অন্যায় করলে অন্যায় হলে
প্রতিবাদ করতে পারি না।
শুধু ভয়ে ভয়ে থাকি
নিজেদের কথা ভাবি;
ব্যর্থ শাসন তন্ত্রের কথা
বলতে পারি না।
পুলিশী প্রশাসন আছ
কিন্তু কাজ করে না।
কেউ জঘন্য অপরাধ করলে
বাঁচার রাস্তা পুলিশ বলে দেয়
তাই এই প্রশাসনে নির্মল ব্যবস্থৃা
আশা করা যায় না।
ব্যর্থ! ব্যর্থ! ব্যর্থ
আইনের কথা ওরা জানে না
খুনিরা তবজ্জো পায়;
এমনি করেই চলছে জীবন
কে প্রতিবাদ করবে তার শক্তি নাই!