তুমি বলেছিলে আমায় ভালোবাসো
প্রশ্ন করলাম কেন
তুমি কিছু বললে না
আমি কিছু শুনলাম না।
অনেক দিন কেটে গেল
আর কোনো কথা হলো না
ভালোবাসার মানে বুঝলাম না।
তবু সেই কথা মনে রইল
ভুলতে পারলাম না।
একদিন অসুখের ঘোরে
আবার সেই কথা বলল
জ্ঞান ফিরল না।
চার দিন পর সে ত
ভগবানের প্যারী হল
আমি এখনো ভালোবাসার
মানে বুঝলাম না।
সেদিন সন্ধ্যায় বসেছিলাম একলা
আকাশের দিকে তাকিয়ে ;
মনে হলো সে আমার পাশে বসেছে
আমায় কাঁদিয়ে দিয়ে।
এতদিনে যেন ভালোবাসার
মানে বুঝলাম
কেঁদে কেঁদে বুক ভাসালাম।