ধ্বংসের পথ নিয়েছে যে দেশ
তারে কি করে শোধরাবে বল;
বুদ্ধি যাদের ভ্রষ্ট হয়েছে
সে বুদ্ধি কখনই বা ভালো হল।
কেন এ বিভেদ কেন হিংসা দ্বেষ
শান্তির পথে চলতে হবে
তবেই মহান হবে দেশ;
বিশ্বসভায় স্থান পেতে হলে
শান্তির পথে চলতে হবে হবে।
নিজের অস্ত্রে নিজেদের
আঘাত করলে
নিজের শক্তিই নষ্ট হবে।