বৃদ্ধ হয়েছি
হয়ত মরণের কলকাঠি নেড়েছি
তবু মরণের আসা কার্যকর হয়নি,
শরীরের গাঁথনি ভালো রেখেছি।
বিধাতা একদিন ডেকেছিল
মরণের দ্বার খুলেছিল,
রুদ্র তার রথের চাকা ঘুরিয়েছিল
তাই মরণ এলো না।
তার জন্য অপেক্ষায় থাকবো না'
'মুক্তি দাও'একথা বলবো না।
উৎসবে আনন্দে সময় কাটাবো
বসে কুঁড়ে হয়ে থাকবো না
দুঃখের কাহিনী গড়ব না।
শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে
কথা বলতে কথা বাধবে
তখন শরীর ছেড়ে দেবো
বৈতরণী পার হয়ে
মুক্তির খোঁজ করব
মরণকে ডেকে আনবো
তারি রথে চড়ে স্বর্গে চলে যাবো।