ধর্ম শান্তি চায়
দেশকে দিয়ো না ভরে
অশান্তির বন্যায়।
পূর্ণ স্বাধীনতার আহ্বান কর
রাজনৈতিক স্বাধীনতা দিয়ে
পূর্ণ স্বাধীনতার বিচার কর।
বিদেশের কবল হতে মুক্তি পেয়ে
অর্থনৈতিক আন্দোলন শুরু কর।
তবেই বিশ্ব সভায় উঁচু স্থান পাব
আর সব দেশ শ্রদ্ধার চোখে দেখবে।
ধর্মের নামে লুটতরাজ করে
অমানবিক অত্যাচার করে
সবার শ্রদ্ধা হারাবে।
তাকিয়ে দেখ বিশ্ব তোমাদের দুষছে
ভুল রাস্তায় চলে বলে ধর্মান্ধ বলছে;
এগিয়ে এসো আজকের দুনিয়াতে
ধর্মের আদর্শ পথ মাথায় নিয়ে
দেশের জন্য কর্ম করে যাও
দেশমাতৃকার শির উঁচু করে
বিশ্ব সভায় দাঁড়াও।