ক= বিশ্ব ব্রহ্মাণ্ড
বি= বিদ্যতে
কবি = কং বেত্তি যঃ সঃ কবি
------------
উঠো জাগো কবি
দাও মোদের জ্ঞান
যেন করতে মোরা
বিশ্বের কল্যাণ।
দিকে দিকে আজ হচ্ছে অনর্থ
যুদ্ধবাজদের ফন্দিতে;
কত পাপের জন্ম হয়েছে
অলিতে গলিতে।
বিশ্বের নাগরিকদের জাগ্রত কর
প্রতিবাদ করতে উদ্বুদ্ধ কর
ধ্বংস শক্তির বিরুদ্ধে।
মোদের লেখনীতে
এত বল দাও
এমন শক্তি দাও
যেন মানবাত্মা জেগে ওঠে
যুদ্ধবাজদের পাপের ক্ষয় হয়
আর দৈবশক্তি জেগে ওঠে।
অন্ধকারের পুঞ্জ মেঘ
পৃথিবী ছেয়ে আছে ;
তোমার জ্ঞান তোমার বিদ্যা
যেন সে অন্ধকার দূর করে
আলোর বন্যা আনে।,