বিদ্রোহ টুটল ভীড় ছত্রভঙ্গ হল
পুলিশের ভারী আঘাতে ;
কিন্তু যে আগুন বুকের
ভেতর জ্বলল
তাকে বল কে নেভাবে।
খণ্ডযুদ্ধ হলো পুলিশে
আর নিরস্ত্র ছাত্রতে,
পুলিশ আঁসু গ‍্যাস ছুঁড়েছে
জলকামান দেগেছে
লাঠিচার্জ করেছে;
তবু তুষের আগুন
ধিকি ধিকি জ্বলছে
"আমরা নিরাপত্তা চাই "
এককণ্ঠে বলছে।
সে ত সম্ভব নয়
পুলিশী সরকার চলছে
ছাত্রদের প্রাণ কিছুই না
তিলোত্তমা মরেছে।