বিধির বিধান কাটবে
তুমি এমন শক্তিমান
তুমি কি এমন শক্তিমান?
শক্তিমানের ঢং করে
মানুষের ওপর অত্যাচার করে
মনের পাপের পূরণ করলে
কিন্তু বিধির চক্র আসবে যেদিন
মরণে ধরবে তোমায় সেদিন
যাবে না কোথাও ভুলে।
যে আগুন তুমি জ্বেলেছ
নিজে সে আগুনে হবে ছাই
চারিদিকে চেয়ে দেখবে তখন
আশ্রয়দাতা কেউ নাই।
সকল দানেরই আছে প্রতিদান
মরেনি ধর্ম আছে ভগবান
পাতকের ফল হয় নাই ভালো
কখনও বিধির ভুলে
তোরে মরণে ধরেছে চুলে।