জীবনের এক বিচিত্র মোড়ে
দাঁড়িয়ে আছি,
আগুন জ্বালাতে চেয়েছি
কিন্তু সে আগুন জ্বলেনি।
এবার আসুক দাবানল
জ্বলুক দাউ দাউ করে
জ্বলে পুড়ে খাক হয়ে যাক
বিধির বলে।
মিথ্যার সাম্রাজ্য যাক
ধ্বংস হয়ে যাক
পচা গলা ভাবনার
শেষ হয়ে যাক।
সে দাবানলে
অপরাধ শেষ হবে
অপরাধীরা আফশোস
করে মরবে।
এই দাবানল বিদ্রোহের আগুন
দমন করতে গেলে বাড়ে শতগুণ ;
দমনকারীরা হোক সাবধান
সুবিচার হোক সুবুদ্ধির প্রমাণ।
নইলে বিশ্বজুড়ে বিদ্রোহের
আগুন জ্বলবে;
সে আগুনে শাসন প্রশাসন
ধ্বংস হবে।