যখন অপরাধ হয়ে যায়
দেশের লোক গর্জায়
কিছুদিন পরে সবাই ভুলে যায়।
কোনো ফল হয় না
পুলিশের খাতায় হয়ত
কিছু লেখা থাকে না।
কামদুনির মামলায়
এক জজ দিল মৃত্যু দণ্ড
অপর জজ বাতিল করল সে দণ্ড।
এটা কিসের খেলা
বলে দাও ভগবান বলে দাও
অপরাধীদের শাস্তি দাও।
আজকের দিনে বিচার
স্বচ্ছ হয় না
তাই অপরাধীরা ভয় পায় না;
কারও মাথা উঁচু করে
প্রতিবাদ করার সাহস হয় না।
সুশান্ত সিং রাজপুতের
মামলার কি হল
কেউ জানে না।এরকম
অনেকের ভাগ্যের কথা
আলোয় এল না।
ED,CBi আর তদন্তকারী দল
কিছুই করে উঠতে পারল না।