"বিচার চাই "একস্বরে হাজার কণ্ঠে
ধ্বনিত হচ্ছে "বিচার চাই ",
উত্তমা বিচার পায়নি এখনও
শাসকের দল যোগ্য হয়নি এখনো
তাই হাজার কণ্ঠে ডাক্তার সমাজে
ঝঙ্কার উঠল"বিচার চাই
নইলে গদি নাই "।
কাল তারা স্বাস্থ্যভবন
ঘেরাও করল,
ঞ্জ
শাসকদল সংশয়ে পড়ল
দুয়ারে ফেন্সিং করল
বন্ধ দরজা করে রাত্তিরে আরাম করল।
শয়ে শয়ে ডাক্তার
ফেন্সিংএর পাশে বসে পড়ল।
"কে?"বলছিল ওরা
কে যেন কাঁদে
কাঁদছিল উত্তমার ছায়া
ফুঁফিয়ে ফুঁফিয়ে বিচার চেয়ে।
কোনো বিচার নাই
বলেছে শাসকদল
উত্তমাদের অবহেলা করে ;
তাই ছায়া ছায়া উত্তমারা
বিচার চেয়ে ফেরে।