সকালের সোনা সোনা আলোটা
ভালো লাগার রঙটা;
ছড়িয়ে দিল বিশ্বে
কত যে তার তেজ আছে
দিন হয় রাত হয় সে যে।
বৃষ্টিও আসে আলোর কণা থেকে।
জল গরম হয়
বাষ্প হয়ে উড়ে যায়
মেঘ থেকে আবার
বৃষ্টি আসে বিবর্তনের ধারায়।
মানুষের আত্মাটা
শরীর ছেড়ে যায়
বিবর্তনের মাধ্যমে
নতুন শরীর পায়।
মথুরার শান্তি দেবী
জাতিস্মর ছিল
৫ বছর বয়সে
পূর্ব জন্মের কথা বলেছিল।
মহাত্মা গান্ধীর নির্দেশে
১৫ জনের কমিটি বানিয়ে
সত্য মিথ্যা যাচাই করেছিল।
এইভাবে জাতিস্মরের
অনেক নিদর্শন আছে,
বিবর্তন অসত্য নয়
এ ত চক্রের মতো ঘোরে।