একদিন আলোবিহীন
অমাবস‍্যার রাতে;
গিয়েছিলাম শ্মশানঘাটে
ভুত দেখবার তরে।
শুনেছিলাম শ্মশানে
মধ‍্যরাতে ভূতপ্রেতের
আবির্ভাব হয় ;
তাতে ওরা শক্তি পায়।
শুনে বড়ই বাসনা হল
যদি দেখতে পাই;
হস্টেলের আর সব বন্ধুরা
অনেক ভয় দেখাল
অনেকে যেতে মানা করল।
শুনে জিদ বেড়ে গেল
আর এক বন্ধুও
যাবার প্রস্তুতি নিল।
সবাই জানে ভুত নেই
তবু রোমাঞ্চ হয়
বুক দুরু দুরু করে
মুখে বলি "কিসের ভয়"!
রাত বারোটা বাজল
সবাই ঘুমিয়ে ছিল।
খালি পায়ে আমরা
শ্মশানের দিকে চললাম।
ঝোপের আড়ালে অন্ধকারে
বড় বড় নীল চোখ দেখলাম
কি ওটা ভয় পেলাম
কোনো অশরীরী দেখলাম?
হঠাত ফেউয়ের ডাক শুনলাম
ভয়ে ভয়ে এগোলাম।
গাছের মাথায়
মানবশিশু কাঁদছিলো
তখনই কোনো নারী
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল
হঠাত ঝড় উঠল।
এবার ভয়ের মাত্রা বাড়ছিল।
সেই সময় শ্মশানের মধ্যখানে
এক কাপালিক পূজোয় বসেছিল,
সে কেন ত্রিশুল নিয়ে তেড়ে এল
এবার আমাদের ভয়ের
সীমা ছাড়িয়ে গেল।
তখন দৌড়াতে দৌড়াতে
হাঁফাতে হাঁফাতে
হস্টেল এসে গেল।