মনে কর তুমি এলে
বাতাসে দোলা লাগালে,
নতুন ফুল ফোটালে
গন্ধে গন্ধে ছেয়ে দিলে
চিন্তা করেই মন্দ লাগে না
তবু স্বর্গ ত কখনও নীচে নামবে না।
জানি তুমি আসতে পারবে না
যা চাই তা ত কভু হয় না ;
ভুল করে যদি চেয়ে থাকি
দুঃখ পেয়ো না পেয়ো না।
আমি দুঃখের হাসি হেসে
কথা বলব সবার সঙ্গে।
কেউ বুঝবে না
কেউ জানবে না
মনে মনে কথা বলব তোমার সাথে।
অনেক উঁচুতে উঠতে চাইব
সময় নষ্ট না করে এগিয়ে যাব
তবু তোমাকে ভুলব না ;
আমার পাশে তুমি এলে না
ইন্দ্রসভার গায়িকা তুমি
ভুলব না ভুলব না