জীবন এক ভ্রমনকাহিনী
যেন সুন্দর স্বপ্ন,
এখানে কাল কি হবে
জানে না মনুষ্য।
এ এক রহস্য কাহিনী
যা ঘটে তা কখনও শুনিনি
কি ঘটবে তাও জানিনি;
শুধু ভ্রমণ করেছি।
মন্দির মসজিদ দেখেছি
পুরোনো কলাকৃতি বুঝেছি
সন্ তারিখ সব মনে রেখেছি।
পথ ছিল ফুলে ফুলে ঢাকা
সুন্দর মন ছিল সোনায় সোহাগা;
ভবিষ্যতে কি হবে তা ত জানিনা
হয়তো ঝড় আসবে আসবে ঝঞ্ঝা
তবুও পেয়েছে এই ভ্রমণের নেশা
এখন সব বাধা অতিক্রম করে চলা।