ভাঙন এসেছে দেশের মধ্যে
নিরাপত্তা আর নাই,
জীবন এখন অশান্ত হয়েছে
সম্প্রদায়ে ভাগ হয়েছে তাই।
দেশের লোক উদ্বাস্তু হবে
নিজের দেশ আর বলবে না,
কোথায় যাবে কি করবে
তার নেইকো ঠিকানা।
ভাঙন এসেছে দেশে
ভাঙন এসেছে,
সব কিছুই অনিশ্চিত করে
ভাঙন এসেছে।
গাঙের জলে প্রবল ঝড়ে
দিশানির্দেশ হারিয়েছে,
কোথায় গেলে একটু আশ্রয় পাবে
সেই চিন্তায় মগ্ন থেকেছে।
জীবন তরী দিশাহারা
সমুদ্রে ডুবতে লেগেছে,
পর্বতপ্রমাণ ঢেউয়ের সাথে
নাচতে লেগেছে।
ও তরী যাবে কোথায়
কেউ তা জানে না ;
যাবে অনিশ্চিতের দেশে
নিয়তিও জানে না।