কৃষ্ণ কহে রাই
সবেরে শুধাই
ভালোবাসা কারে কয়;
আমি তোমার পতি নই
শারীরিক সম্বন্ধ নাই
তবু আমাদের ভালোবাসার
প্রতীক বলা হয়।
রাধা কহে কানাই
সত্য বলিতে চাই ;
ভালোবাসা সত্যি করে
পার্থিব জিনিস নয়।
এ যে স্বর্গীয় শরীরের চেয়ে বড়
হৃদয়ে হৃদয়ে মিলন হয় ;
এইই সত্য চিরকালের বড়
মিথ্যে কভু নয়।
অস্তি মানে সংস্কৃত বলে
যার অস্তিত্ব চিরকাল রয়;
তাই ভালোবাসার আকর্ষণ
চিরকালের ক্ষণিকের নয়।