পৃথিবী চলে সূর্যকে ভালোবেসে
চাঁদ পৃথিবীকে ভালোবাসে
গ্ৰহ তারা একে অপরকে ভালোবাসে
এমনি করেই সবাই রাস্তা খুোঁজে
চলে ভালোবাসার টানে।
ধরণীর ধূলিকণা ঘাস পাতা
ফল ফুল আর জলধারা
সবার ভগবানের দয়ায় বাঁচা
সবাই ভালোবাসার যত্ন চাইছে,
অবহেলার তাড়নায় মরণের দ্বার খুলে যায়
তারা লিষ্টে নাম লেখাতে চাইবে,।
ভালোবাসা জীবনের অঙ্গ
রূঢ়তা দেখায় ধ্বংস,
আদম আর ঈভের ভালোবাসায়
জীবের জন্ম।
সেই ধারা চলেছে পর্যায়ক্রমে
এই জীবজগতের জন্ম মৃত্যুর মর্ম।
ঐ ভালোবাসার টানে জগৎ চলে
নির্দেশনায় ভগবান,
কখনো কখনো প্রবল ঝড় ওঠে
দুঃখ কষ্টের সীমা ছাড়িয়ে
হয়তো সেটাও ঈশ্বরের দান।
নরনারীর টানে ভালোবাসা থাকে
জীবন মৃত্যুর পারাবারে,
ঈশ্বরের দান মাথা পেতে নেব
যখন সময় আসবে।