ঐ আকাশ এই পৃথিবী আর বাতাস
সবাই সবাইকে ভালোবাসে
কিন্তু ভালোবাসা কাকে বলে?
নর নারীকে ভালোবাসে
মাতৃরূপে নারী সন্তানকে ভালোবাসে
কিন্তু ভালোবাসার কি রূপ আছে?
প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে
এই ভালোবাসা কি স্বর্গ হতে আসে?
জানিনা জানিনা জানিনা
এসব রহস্যের সমাধান কেন হয় না?
তবে কি ভালোবাসা কোনো
স্বর্গীয় শক্তি
অজানা কোনো বিরাট শক্তি
যার কোনো উৎস নেই
তার কোনো শেষও নেই
এ কি অনন্ত প্রবাহিত
পৃথিবীর প্রতি বস্তুতে সুপ্ত?
তবে কেন মানুষ অভিনয় করে
মুখোশ পরে ভালোবাসে
স্বার্থসিদ্ধি করে সরে পরে?
জানিনা জানিনা কিছু জানিনা
কেউ কি আমায় বুঝিয়ে দেবে না?