সকালে নীল আকাশের দেয়ালে
পুঞ্জীভূত মেঘের ঘন ঘটা
রবির জ‍্যোতি দেখা যায় না
তাই ভালো লাগে না।
সেই মেঘ যখন গলে গিয়ে
রাস্তা ঘাট ভরিয়ে দেয়
চলা যায় না
তখনও ভালো লাগে না।
নদীর জলে বন‍্যা হয়ে গেলে
দু' পাড় ধসে পড়ে
মানুষের ক্ষতি হয়
ভালো লাগে না লাগে না।
বৃষ্টি হয়ে গেলে
আকাশের নীল দেয়াল
পরিষ্কার হয়ে গেলে
ভালো লাগে।
তখন শান্ত বাতাস বয়ে যায়
মিষ্টি ঠান্ডা হাওয়ায় শরীর জুড়ায়
তখনই ভালো লাগে।
নদী ঝর্ণা জলধারা
সুন্দর দৃশ্য দিয়ে গড়া
তাই অত ভালো লাগে।
প্রবল ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হলে
আকাশের দিকে তাকিয়ে থাকি
ভগবানকে ডাকি
কেউ রক্ষা করে না
তখন একদম ভালো লাগে না।