ভালো লাগে ভালো লাগে
অশরীরী আত্মার
হাতছানিতে রোমাঞ্চ লাগে
তাই ভালো লাগে।
রাতের পাখিরা উড়ে বেড়ায়
কি খোঁজে কি পায়
জানিনা কি চায়
এই অজানা ভালো লাগে।
অজানা অচেনা রাত্তির
যেন কুহেলিকা ছড়ায়
রাত গহীন হয়
গা ছমছম করে
তবু ভালো লাগে
কেন ভালো লাগে
জানিনা জানিনা।
মন কিছু পেতে চায়
কার আত্মা গান গায়।
হঠাৎ যেন কার মূর্তি আসে যায়
কে ও কেন আসে যায়
জানিনা আমি জানিনা।
তবু এই ভয় এই রোমাঞ্চ
অশরীরীর হাতছানি
আর পোড়া গন্ধ
সব মিলিয়ে কেন ভালো লাগে
জানিনা আমি বুঝি না।