এল কাল ভৈরবের ভয়ংকর রাত
শত দস্যু ঝাঁপিয়ে পড়ল
ঘুমন্ত গ্রামে আজ।
সে গ্রামে বাতি ছিল না
হারিকেন বাতি নিভিয়ে
আঁধারকে ডেকে এনে
কেউই জেগে ছিল না।
দস্যুরা গ্রাম ঘুরে
ঘরে ঘরে ছিটকিনি লাগিয়ে দিয়ে
আগুন লাগিয়ে অট্টহাস করল।
হাহাকারে ভরল ভুবন
উচ্চৈস্বরে আওয়াজ উঠল
শুধু রোদন।
যারা বাইরে ছিল
পুলিশ প্রশাসনকে খবর দিল
অনেক পরে তারা এল।
সেই কাল ভৈরবের ভয়ংকর রাতে
গৃহবন্দী মানুষ মরণের কোলে
ঢলে পড়ল
বাকিরা প্রাণ বাঁচাতে
পালিয়ে গেল।