চলেছি মোরা অজানা পথে প্রতিযোগিতায়
কিছু মোদের চলে গেল গর্বভরে
পিছন ফিরে দেখল না মোরে ধূপছায়ায়।
হয়ত তারা পৌঁছে গেল নির্দিষ্ট লক্ষ্যে
পথের শেষে,  
পড়ে আছি আমি এখন পথের ধারে
বেলা শেষে।
বেলা ত ফুরিয়ে এল পথের শেষ হয় না
তারা গর্বভরে চলে গেল আমাকে
চোখেও দেখল না।
তাদের বিদ্রুপে মনে জোর এল
তাড়াতাড়ি উঠে চলতে চাই,
মন কেন অসন্তুষ্ট হল
ধরণী ছেড়ে যাবে না তাই।
তাই লজ্জা শরম গায়ে মেখে
থাকলাম আমি সংগোপনে,
এইভাবেই চলল জীবন
আনন্দ পেলাম এইখানে।
জীবন শেষে আমার দেহখানি
দিলাম ফেলে অথৈ জলে
মুদি নয়ন ক্লান্ত আমি
ভগবানে স্মরণ করে।