ঐ দেশের ঐ সাধুজনরা
মস্ত মহাজন হয়েছে ;
বলেছে ঐ দেশের সব লোকেরা
তাদের চেলা হয়েছে।
হতেই হবে নইলে তারা
টিঁকবে কি করে ;
সংখ্যালঘুরা মুষ্টিমেয়
প্রাণ ত দেবে না কেহ।
অত্যাচার আর ধমকির বলে
ওদের গাধা বানাব;
এমনি করেই লড়াই শুরু
সরকার বলে কি করে শান্তি রাখব।
শেষে হাতজোড় করে
সরকার বলে যেমনটি আছে
তেমনই থাকবে।
সাধুবাবারা অতি ক্রুদ্ধ
কিন্তু বেয়নেটের ভয় আছে
এমনি করেই চলছে জীবন
বেয়নেট আছে আশে পাশে।
।