ডাকলে না আস যদি
বয়েই গেছে ;
ভালোবাসার কণ্ঠ নালি
শুকিয়ে গেছে
বয়েই গেছে।
তখন ডাক যদি নম্র সুরে
মিথ্যে হব এ সংসারে
ভালোবাসা ভুলে যাব
সব ত তখন বিস্বাদ
মনে হবে যাক বয়েই যাক
কি হবে।
তারপর যখন তুমি চলে যাবে
মনটা আমার রোদন করবে
কোথায় কি ভুল হল
কি করে ফেরাই বন্ধু বলো
বলব না ত বয়েই যাক
বল কি হবে।
আবার হয়ত তুমি আসবে
তখন ভালোবাসবে
বলব না ত"যাক বয়ে যাক
পুরনো কথা কি বা হবে "।