রাত ছিল নিবিড় শান্তির নীড়
স্নিগ্ধ নিঝুম,
ঘুমিয়ে ছিল সারা পৃথিবী
চাঁদেরো চোখে ছিল ঘুম;
শুধু রাতের ছিল না ঘুম
আকাশ মুড়ি দিয়ে পড়েছিল
নিঝ্ঝুম।
এমন সময় পূব আকাশে
সূর্যের ছোঁয়া লাগল,
আকাশ নীল হল
পূবের আকাশ রক্তরাঙা হয়ে উঠল।
সে আলোর পরশ পেয়ে
পাখিরা আকাশের নিচে উড়ল
ওরা সমবেত কণ্ঠে কৃষ্ণের ভজন গাইল।
ও পাখি, আমায় তোমার ভজন
শেখাবে কি?
সে ভজনের গুণে কৃষ্ণের
দেখা পাব কি?