অধর্মর বাড়াবাড়ি
সততার নাকে দড়ি,
ধর রে চেপে অধর্মরে
নতুন যুগের নতুন ছড়ি।
মানবাত্মা জাগবে না
লাঠির বাড়ি মারবে না
তাই অধর্ম জিতে যাবে
নতুন কিছু হবে না।
তাই ধর এবার ধর টুঁটি চিপে
অধর্মেরে পরাজিত করে
জাগতে হবে লড়তে হবে
ধর্ম এবার জিতবে।
ধর ধর ধর অধর্মরে
নতুন সাজে সাজতে হবে
রাজপাট ওদের করতে হবে লোপাট
জেতাটাই মুখ্য হবে।
জাগ রে তোরা জাগ রণসাজে
মানবধর্মের ধ্বজা উপর করে
জিতবার প্রতিজ্ঞা নিয়ে
তোমরা এগিয়ে যাবে।
আসছে সে সুযোগ আসছে
যখন বিধি নতুন করে ভাববে
রুদ্র ধর্মযুদ্ধ করবে
কালভৈরবের চেলা
কাল সাপ নিয়ে খেলবে
নতুন যুদ্ধ শুরু হবে।