আকাশ তুমি কি আমার বন্ধু হবে
যখন প্রভাত তারা উঠবে?
তখন পাখিরা কলরব করে
আমার ঘুম ভাঙাবে।
জানালার পাশের গাছটিতে
কোয়েল কুহু স্বরে ডাকবে
রাতের কালো সরিয়ে দিয়ে
নীল আকাশে দিনের
রেখা দেখা দেবে।
আকাশ তুমি আমার বন্ধু হও
আমি যে বড়ো একেলা;
তোমায় পেলে গানে গানে
কাটবে আমার বেলা।
তারপর দিন গেলে
সকল তারা আকাশের
গায়ে জ্বলবে;
আকাশ তখন চুমকি বসানো
কালো চাদর গায়ে শুয়ে পড়বে।
আমিও তখন নিদ্রাদেবীকে স্মরণ করব
গভীর ঘুমে চাদর জড়িয়ে
স্বপনের দেশে যাব।