জীবনের এই কঠিন পথে
যখন রাস্তা চিনতে কষ্ট হবে,
বন্ধু তুমি র ইবে সাথে
সঠিক রাস্তা চিনিয়ে দেবে।
দুঃখ কষ্টের বাদল দিনে
পাব না আশ্বাস কোনো স্থানে
বন্ধু তোমায় ভরসা করি
জাগাও বিশ্বাস আমার প্রানে।
হয়তো কখনো শোকে তাপে
মন খারাপের দিন গুলোতে
তোমার স্নিগ্ধ পরশ পেলে
শক্তি পাব আমার মনে।
লোভে পড়ে কখনো যদি পথভ্রষ্ট হোই
তোমার সুমন্ত্রণাতে যেন রাস্তা খুঁজে প6।
তোমার আশ্বাস স্নিগ্ধ হাওয়া
প্রাণজুড়ানো সঠিক পাওয়া
ভবিষ্যতের দিশা দেখানো
এগিয়ে চলার মন্ত্র পাওয়া।
তবুও বন্ধু শত্রু চিনতে হবে
ন ইলে দিশা বদলে যাবে।