সমাজের বাঁধনগুলো
ঢিলে হয়ে গেছে
জটিলতা আর নাই ;
যে বাঁধন ছিল চিরকালের
সে বাঁধনে শক্তি আর নাই।
বিবাহিতা নারী রাত্রিবাস করে
পরপুরুষের সাথে আইনের আশ্রয়ে
সম্মতিই আসল আইন
বিচারের ধারা বলে।
গরীবের ঘরে রুগ্ন মা বোন
ওষুধের অর্থ জুটাতে পারে না ;
তাই চুরি করতে গিয়ে ধরা যায়
তার পরিবারের কথা
কেউ ভাবে না।
কলেজে পড়ার সময়
যারা প্রেম করেছিল
আজ তারা কেউ নয়;
বিয়ের পর পরিচয় করালে
তাদের পাপ মনে হয়।
বিয়ে না করে একই ঘরে
বছরের পর বছর থাকলে
সেটা ত আইন বিরুদ্ধ নয়।
এই আমাদের সমাজের রঙ
এসব কি ভোলা যায়?
সমাজের আইন গুলো
ঢিলে হয়ে গেছে
আগের নিয়মে কি থাকা যায়?