বন্দে মাতরম বন্দে মাতরম
লক্ষ্য রেখে এগিয়ে চলি
আমরা দেশভক্ত বীর ;
একই ডোরে বাঁধা মোরা
সবাই লক্ষ্যে স্থির।
সোনার বাংলা ছারখার হল
শাসক এমন শোষণ করল
উত্তমার মৃত্যু হল।
দেশ বিদেশে আওয়াজ উঠল
বিচার চাই;
বাবা মারা হাহাকার করছে
সন্তানরা কোথায় শিক্ষা পাবে ;
প্রগতির গতি রুদ্ধ হয়েছে
হায়নার কলেজে হায়না ঢুকেছে
নিরাপত্তা কোথাও নাই।
শিক্ষাবিদরা প্রতিবাদ করেছে
ভাক্তাররা রাস্তায় নেমেছে
দেশের মানুষ মুখর হয়েছে
প্রতিকার চাই প্রতিকার চাই।
পুলিশের কর্ডন ভেঙ্গে পড়েছে
তবু অনড় শাসক হায়না ধরেনি
নিরাপত্তার ব্যবস্থা করেনি
প্রতিটি দেশবাসী বিদ্রোহ করেছে।