তোমরা কেন হারিয়ে গেলে
কোন দেশে ;
খুঁজি আমি সবাইকে
ভালোবেসে।
যখন পাইপ পুকুরে সাঁতার
কাটতাম সবাই মিলে ;
ডুব সাঁতারে এপার ওপার
মনে পড়ে।
যখন বনেবাদাড়ে ঘুরে বেড়াতাম
রাণা প্রতাপ আর আকবর সেজে ;
লাঠি খেলা ছুরি খেলা
চলত পুরোদমে
সেদিনের সেই মজার দিনগুলো
কোথায় গেল ;
সেই সঙ্গীদের পাই না খুঁজে বুঝি
হারিয়ে গেল।
বড়রা যারা মঞ্চ বানিয়ে
আমাদের দিত
শিখিয়ে পড়িয়ে আমাদের দিয়ে
নাটক মঞ্চস্থ করাত
তারা আজ নাই;
সুখের দিনের সে সব কথা
আজও ভুলি নাই।
এখন আমরা কার্যক্ষেত্রে
কে কোথায় চলে গেছি
কেউ কাউকে চিনি না জানিনা
তবুও আছি।
আছি আমি তোমাদের সাথে
স্মৃতি হয়ে
দুঃখ পাই সুখ পাই তোমাদের কথা
চিন্তা করে।