কে যেন বলল সুজয়ের মৃত্যু হয়েছে
শুনে চমকে উঠলাম,
যেন আকাশ ভেঙে পড়ল
বজ্রপাত হল আর অন্ধকারে ছেয়ে গেল,
আমি ওদের বাড়িতে গেলাম।
দূর থেকেই কান্নার আওয়াজ পাচ্ছিলাম
সুজয়ের মা বাবা পাড়া পড়শী
সবাই কাঁদছিল;
ও অত্যন্ত সৎ আর দৃঢ়চেতা ছিল।
ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল
মেঘ গর্জন করছিল,
যেন প্রকৃতিও দুঃখ প্রকাশ করছিল।
চাটার্ড করে সুজয় একটা দলের সঙ্গে
খনিতে অডিট করতে ধানবাদে গিয়েছিল;
ওখানে কয়লা কেটে নিয়ে
ফাঁকা জায়গায় বালি ভরে দিচ্ছিল।
সুজয় অডিট করে প্রচুর
বালির ঘোটালা দেখল,
মাফিয়ারা বালি ভরাট না করেই
মিথ্যে বিলে অনেক টাকা নিয়েছিল।
সুজয়কে মাফিয়ারা এসব
দেখাতে বারণ করেছিল,
কিন্তু সৎ দৃঢ়চেতা সুজয়
অসৎ অডিট করেনি,
তাই মৃত্যু দেবতা মাফিয়ারা
ওকে বাঁচতে দিল না।
কান্নায় ভরে গেল ভুবন
কাঁদছিল বাবা মা পরিজন
সুজয় ছিল তাদের একমাত্র ধন।
ঈশ্বরের দয়া হল না
অশ্রুনদীর শেষ হল না,
তুমি বল ভগবান এতো বড়ো
শাস্তি ওদের কেনো দিলে
কাঁদছে প্রকৃতি গগন ভেদী
হাহাকার ওদের প্রাপ্য দিলে?