বল পাখি বল
বল তুই বল
কান্না করস তুই কার লাইগ্যা;
কান্দি না কান্দি না কান্দি না রে
কান্দি শুধু অভয়ার লাইগ্যা।
অভয়া অতি ছোট পাখি ছিল
সত্যের জন্য লড়াই করল;
তাই মানুষ দৈত্য তার পরাণ নিল
আমি কান্দি তারি লাগি
পাপ মানুষের ধোয়া যায় না।
পাখি রে পাখি রে কান্দস ক্যান রে
হাজার হাজার মানুষ গর্জন করল
শাসক দল  নাস্তা নাবুদ হল
ডাক্তারদের অনশন হল
তবুও শাসকের চৈতন্য হল না;
দেশে দেশে প্রতিবাদ হল
বিদেশের মানুষ এদেশে ধর্না দিল
শাসকের মনে দাগ পড়ল না।
কাইন্দো ন কাইন্দো না পাখি রে
ওদের দয়া মায়া নাই যে সোনা
ওরা অত্যাচার করে পেশীবলে
মানুষ মরতে পারে ওদের কিছু যায় না।