দূরে ঐ নীল আকাশ নীচে নেমে আসছে
পৃথিবীকে ভালোবেসে চুমু খাচ্ছে,
উৎফুল্ল রবি তাদের অভিনন্দন জানাচ্ছে।
ঐ দূরে সবুজ গাছের সারিগুলো ছোট দেখাচ্ছে
যেন পটে আঁকা ছবি জীবন্ত হয়ে ঊঠেছে,
সেখানে ঝর্ণার জল বয়ে যাচ্ছে
হয়ত কোনো নদীতে গিয়ে মিশছে।
ঈশ্বর এ দৃশ্যপট সুন্দর করে রেখেছে
যেন নির্মল স্বচ্ছ পটে সৌন্দর্য ভরে দিয়েছে।
আকাশ সে দৃশ্য উপভোগ করেছে
তাই নীচে নেমে এসে পৃথিবীকে ভালোবেসেছে।
ওপরে উঠতে চাই
সে মিলনস্থল দেখতে চাই,
কিন্তু সে স্থল যে পাই না
কত দূরে সে স্থল পাবো বুঝি না।
এই চাওয়া না পাওয়ার মাঝে
দিগবলয়ের স্থান আছে
সে বলয় বেড়ে যায়
যত আকাশের কাছে যাই।